স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার পাইকারী হাট-বাজারে বেগুনের দাম কমে যাওয়া হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। তবে খুচরা বাজারে বেগুনের দাম দ্বিগুণ। এদিকে, অবরোধের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় আরো হতাশ হয়ে পড়েছেন সবজি ব্যবসায়ীরা।
গতকাল বুধবার দামুড়হুদার সবজিবাজার ও জয়রামপুরে কয়েক কৃষক ও সবজি ব্যবসায়ীর সাথে কথা বলে এ হতাশার চিত্র পাওয়া গেছে। তারা দাবি করেছেন- এমনিতেই সবজির দাম পাচ্ছে না কৃষকরা, অন্যদিকে পরিবহনের অতিরিক্ত ভাড়ার কারণে ক্ষুদ্ধ হয়ে উঠেছে সবজি ব্যবসায়ীরা। দামুড়হুদা জয়রামপুরের কৃষকরা সবজিচাষে সফলতা দেখিয়েছে। কিন্তু বর্তমানে অবরোধের কারণে বেগুনের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। দামুড়হুদা বাজারে কৃষক শহিদুল হক জানান, তিনি চার মণ বেগুন বিক্রির জন্য এনেছেন। পাইকারী বাজারে দাম বলছে, পাঁচ টাকা কেজি। প্রায় একই কথা বললেন, জয়রামপুরের সবজিব্যবসায়ী রাশিদুল হক। তিনি বলেন, তিনি সাতটাকা কেজি দরে ৩০ মণ বেগুন কিনেছেন। এ বেগুন তিনি খুলনার নিরালা বাজারে নিয়ে যাচ্ছেন। তবে গাড়ি ভাড়া ২৫ হাজার টাকা দাবি করায় ট্রেনযোগে খুলনা যাবেন। অবরোধের কারণে ট্রেন লাইনচ্যুত হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। তিনি আরো বলেন, বসে থাকলে সংসার চলবে কী করে। ঢাকায় যেসব ট্রাক সবজি নিয়ে যাচ্ছে তার ভাড়া কয়েকগুণ বেড়ে বর্তমানে ৯০ হাজার টাকা ভাড়া দাবি করছে ট্রাকমালিকরা। চুয়াডাঙ্গা জেলা সবজিচাষে সফলতা পাওয়ায় সবজি ব্যবসায়ীরা ঢাকায় সরাসরি সবজি নিয়ে যান। বর্তমানে কৃষকরা নিজেরাই ক্ষেত থেকে সবজি ট্রাকলোড করে নিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে অনেক কৃষক ও সবজি ব্যবসায়ী ঝুঁকি নিয়ে মালামাল নিয়ে গেলেও বেশিরভাগ কৃষকই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।