আপনাদের ভালোবাসায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেমেছি
দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী সাবেক পৌর মেয়র দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান পুরোদমে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম মহল্লায় প্রতিদিনই করছেন গণসংযোগ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দর্শনা রেলবাজার এলাকায় নির্বাচনীয় গণসংযোগ করেছেন মতিয়ার রহমান। বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর, ঝাঝাডাঙ্গা, নাস্তিপুর, কামারপাড়া, বারাদি ও ছয়ঘরিয়া গ্রামে মঙ্গলবার দিনভর নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি নির্বাচনী এলাকার বেগমপুর ও উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে করেছেন নির্বাচনী গণসংযোগ। পৃথক পৃথক স্থানে গণসংযোগকালে মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন আমার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত শামসুল ইসলাম আপনাদের সেবাই নিয়োজিত ছিলেন। তারই অনুপ্রেরণ ও আপনাদের ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে আবারো উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার উন্নয়ন তরান্বিত এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে আপনারা আমার পাশে থাকবেন বলে বিশ্বাস করি। পৃথক পৃথক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে মতিয়ার রহমানের সাথে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাব্দার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, আ.লীগ নেতা আব্দুস শুকুর, আতিয়ার রহমান হাবু প্রমুখ। গণসংযোগকালে মতিয়ার রহমান ভোটারদের সাথে কূশল বিনিময়ের পাশাপাশি দোয়া ও ভোট প্রার্থনা করেন।