দর্শনা অফিস: দর্শনা রেলবাজারের পার্শ্ববর্তী বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে ঘরনির্মাণ করতে গেলে পড়তে হয় পুলিশের বাধার মুখে। অবশেষে নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়েছে শরিফুল।
জানা গেছে, দর্শনা পৌর এলাকার আজমপুরের জহিরুল ইসলাম ও পরাণপুরের শরিফুলের মধ্যে রেলবাজারের পার্শ্ববর্তী ৫ কাঠা জমি নিয়ে চলছে মামলা। এ মামলার নিষ্পতি হওয়ার আগেই পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আমান্য করে গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই জমিতে ঘর নির্মাণকাজ শুরু করেন শরিফুল। এতে বাধা দেন জহির। এ নিয়ে দু পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে। কোনোপ্রকার ফয়সালার আগে নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে।