টিপ্পনী

 

খবর: (আলমডাঙ্গায় নদী দখল করে প্রকাশ্যে ড্রেজার দিয়ে চলছে পুকুর খনন)

 

পাহাড় নদী সব খেয়ে নেয়

অনেক খাদক নেতা,

জানে না কও কে তা?

কিন্ত বলা যায় না

বলার উপায় পাই না।

 

গাছ খেয়ে নেয় বাস খেয়ে নেয়

বললে মাথায় বাড়ি,

চটকে দেবে নাড়ি-

হিসাব করে চলো

হিসাব করে বলো।

 

ওদের কথায় পুলিশ চলে

চলে ফাঁড়ি থানা

সব মানুষের জানা

বললে আছে খবর

ওরা মানুষ যবর!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment