কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আগামী ১০ম জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের নবী নেওয়াজের মনোনয়নপত্র প্রত্যাহারসহ তাকে অবাঞ্চিত ঘোষণা করে এমপি চঞ্চলের মনোনয়নের দাবিতে গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করেছে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল আজম খান বিপ্লব, সাধারণ সম্পাদক মুনজুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএ আসাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান জিয়া, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর কবির, নাজমুল হাসান লাল্টু, পান্তপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, বাঁশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদের, সাবেক ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান মিন্টু, শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল মোমিন, যুগ্মআহ্বায়ক আজিজুর রহমান, আব্দুল কুদ্দুস, গোলাম নবী প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নবী নেওয়াজের কুষপুত্তলিকা দাহ করা হয়।