ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রাম থেকে সবুজ হোসেন (১৯) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে ওই গ্রামের একটি কলাবাগানের ভেতর থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ ফলিয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার দুপুরে বাজারে যাওয়ার উদ্দেশে সবুজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। রাতে সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করে। বুধবার সকালে নিজ গ্রাম ফলিয়ার একটি বিলের ধারে কলাবাগানের ভেতরে সবুজের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালমর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রাম্য রাজনীতির কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।