মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের সরকার কঠোর অবস্থান জানিয়ে দিয়ে বলেছে, প্রধানমন্ত্রীকে উৎখাতের লক্ষ্যে সহিংস বিক্ষোভকারীদের নেতাকে আত্মসমর্পণ করে নানা অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। বিক্ষোভের নেতা ধরা না দেয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। বিক্ষোভকারীদের নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী সুদেপ থাগসুবান তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ নাকচ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। আজ বৃহস্পতিবার থাই রাজা ভূমিবল আদুলায়াদেজের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিক্ষোভে সাময়িক বিরতি দিয়ে আবার তা শুরু করার পরিকল্পনা রয়েছে তার। থাই সরকারের জায়গায় একটি গণপরিষদ চান সুদেপ। তবে সে গণপরিষদের পরিকল্পনাটি খুব সুস্পষ্ট নয়। থাই পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল বলেছেন, সুদেপকে ধরা দিতে হবে। সাংবাদিকদের তিনি বলেন, সুদেপ পুলিশের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত আমরা আর কোনো আলোচনায় যাব না। সুরাপং আরো বলেন, তার (সুদেপ) আত্মসমর্পণ করার সময় হয়ে এসেছে। কারণ তিনি আইন ভঙ্গ করেছেন। আর যে তাকে আশ্রয়-প্রশ্রয় দেবে সেও দোষী বলে গণ্য হবে। এর আগে সুদেপ মঙ্গলবার বিক্ষোভে সাময়িক বিরতি দিচ্ছেন জানিয়ে বলেন, ৬ ডিসেম্বর থেকে আবার লড়াই শুরু হবে। সেদিন ভোর থেকে আমরা লড়াই শুরু করব এবং জয় না পাওয়া পর্যন্ত তা চালিয়ে যাব।