স্টাফ রিপোর্টার: বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ রেজাকে ২০১২’র আইসিসি’র স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করা হয়েছে। ওই বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টোয়েন্টি-২০ বিশ্বকাপে পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের একটি ক্যাচ ধরার পরে তার পা বাউন্ডারি দড়ি স্পর্শ করেছে এবং বলটি ওভার বাউন্ডারি হয়েছে বলে সিগন্যাল দেয়ার কারণে তাকে এ মনোনয়ন দেয়া হয়। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মুম্বাইয়ে অ্যাওয়ার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। পাশাপাশি শ্রীলঙ্কান খেলোয়াড় মাহেলা জয়বার্ধানাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন করা হয়েছে। ওই বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে ৯১ রানে ব্যাটিং করার সময় উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করে সাজঘরের পথে হাটতে থাকেন তিনি।