মেহেরপুরে মিনি ফুটবলে ননস্টপ ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাব আয়োজিত মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠ অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে ননস্টপ ক্লাব জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ননস্টপ ক্লাব ৩-০ গোলে দুরন্ত হোটেলবাজারকে পরাজিত করে। বিজয়ী দলের শিমুল ২টি ও আকাশ ১টি গোল করে। এদিকে খেলা চলাকালে অতিরিক্ত ফাউল করায় ননস্টপের শিমুল ও আকাশকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেয়া হয়।