মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ রুহুল নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতরাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই আনিছুর রহমান আনিছ, ও এসআই মধুসুদন মোস্তাবী সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালান মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত লুৎফর হোসেনের ছেলে রুহুলের (৩৫) বাড়িতে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।