স্টাফ রিপোর্টার: ভারত থেকে পুরো ৫শ মেগাওয়াট বিদ্যুত আমদানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে এ বিদ্যুত সরবরাহ শুরু হয়। কারিগরি লোকসান হচ্ছে ৭৮ মেগাওয়াট। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানিয়েছে ৫শ মেগাওয়াট বিদ্যুত আসছে। এর মধ্যে ভারত সরকারের কাছ থেকে ২৫০ এবং ভারতের বিদ্যুত বাজার থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত কেনা হচ্ছে। ৫০০ মেগাওয়াট বিদ্যুত এলেও কারিগরি লোকসানের কারণে বাংলাদেশের জাতীয় গ্রিডে ৪২২ মেগাওয়াট সরবরাহ হচ্ছে। ভারত থেকে বিদ্যুত আমদানির পর গতকালই প্রথম একসাথে চুক্তির পুরোটা বিদ্যুত আসা শুরু হয়েছে। এখন থেকে ধারাবাহিকভাবে এ বিদ্যুত আনা হবে। পর্যায়ক্রমে কারিগরি লোকসান কমবে বলে সংশ্লিষ্টরা আশা করলেও ৫শ মেগাওয়াটে ৭৮ মেগাওয়াট সিসটেম লস অস্বাভাবিক।