স্টাফ রিপোর্টার: ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং দু দিনের সফরে আজ বুধবার সকালে ঢাকায় আসছেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সুজাতা সিংয়ের ঢাকা সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক। এরপর পর্যায়েক্রমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীনেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাথে বৈঠক করবেন।