ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলা সদরের বৈডাঙ্গা ও হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়াসহ কয়েক গ্রামের বেশ কয়েকজকে বিদেশে পাঠানের কথা বলে কমপক্ষে ২০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নাসির উদ্দীন নামের একজনের বিরুদ্ধে।
জানা গেছে, ঝিনাইদহ বৈডাঙ্গার মৃত আ. রহমানের ছেলে আবুল কাসেম, মতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা, আলমডাঙ্গা থানার বানিনাথপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে আজিজুল হকসহ বেশকিছু লোককে লিবিয়া পাঠানোর কথা বলে প্রায় বিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছে নাসির উদ্দীন। অভিযোগকারীরা বলেছেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের মৃত কুনির উদ্দীনের ছেলে নাসির উদ্দীনসহ তার কয়েক সহযোগী অর্থ হাতিয়ে নেয়। আজিজুল হক ও আলম শেখ চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ আদালতে নাসির উদ্দীন ও তার ভাই ইচাহক ও বোন নুর জাহানকে আসামি করে অর্থ আত্মসাতের মামলাও দায়ের করেছেন বলে অভিযোগকারীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন। অভিযুক্ত নাসির উদ্দীন লিবিয়া পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে এসব টাকা হাতিয়ে নিয়েছে। টাকা হাতিয়ে নেয়ার পর সে আত্মগোপনে রয়েছে। ভুক্তভোগিদের অনেকেই ভিটেমাটি বিক্রি করে এসব টাকা দিয়ে প্রতারিত হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে এখন আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।