স্টাফ রিপোর্টার: জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব আব্দুল লতিফ খাঁন যুবরাজ ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল পুনরায় ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ছোট বড় সকল দলের নিশ্চিত অংশগ্রহণের লক্ষ্যে পুনরায় তফশিল ঘোষণার দাবি জানাচ্ছে জাকের পার্টি। জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ দাবি উত্থাপন করা হচ্ছে। এ ছাড়া চুয়াডাঙ্গা-২ আসনে মনোনয়ন দাখিল করেননি বলে জানিয়ে তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন হলে জাকের পার্টি অবশ্যই নির্বাচনে অংশ নেবে।