দর্শনা রেলবাজারে নির্বাচনী গণসংযোগকালে এমপি আলী আজগার টগর

 

দর্শনা অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দর্শনা রেলবাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পুনরায় আ.লীগের মনোনীত প্রার্থী হাজি আলী আজগার টগর। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মহাজোটের নেতাকর্মীদের সাথে নিয়ে রেলবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগকালে ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে আ.লীগ সরকার বরাবরই আন্তরিক। সন্ত্রাস, চাঁদবাজমুক্ত ব্যবসাঙ্গণ আ.লীগ সরকারের আরো একটি সফলতা। সেইসাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে শেখ হাসিনা সরকারের ভূমিকা অপরিসীম। তাই এ ধারাকে বজায় রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে মহাজোট সরকার গঠন করতে সহায়ক হোন। এ সময় এমপি আলী আজগার টগরের সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়াম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, জাসদ নেতা হাজি হারুন অর রশিদ, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান-মাসুদ, শ্রমিকনেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, মোমিনুল ইসলাম, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, দাউদ হোসেন, বিল্লাল হোসেন, আ. লতিফ মিল্টন, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, ফারুক হোসেন, আব্দুল হাই টুকু, আশরাফুল আলম বাবু, আব্দুস সালাম ভুট্টো, মামুন শাহ, স্বপন, মতি, রেজাউল, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, আলামিন, সাগর প্রমুখ।

এদিকে এমপি আলী আজগার টগরের পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ও হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের নেতাকর্মীরা।