স্টাফ রিপোর্টার: ঢাকার বিভাগীয় কমিশনার এএন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনায় জেলা প্রশাসক (ডিসি) মেজবা উদ্দিনকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক আদেশে এএন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ দায়িত্বে থাকা মো. জিল্লার রহমানকে করা হয়েছে ঢাকা বিভাগের নতুন কমিশনার। তফশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরানোর ব্যবস্থা নিতে গাফিলতির কারণে গতকাল সোমবার শামসুদ্দিন আজাদ চৌধুরীকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয় বলে একজন নির্বাচন কমিশনার জানান। অন্যদিকে সীমানা নির্ধারণ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করায় খুলনার জেলা প্রশাসক (ডিসি) মেজবা উদ্দিনকেও বদলির আদেশ দেয় বলে ইসি। মেজবা উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে বদলি করে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আনিছ মাহমুদকে খুলনা জেলা প্রশাসনের দায়িত্বে দেয়া হয়েছে।