চুয়াডাঙ্গা উজলপুর গ্রামে কবরস্থানে বোমার ব্যাগ দেখে উৎসুক জনতার ভিড়

 

জনসম্মুখ থেকে রহস্যাবৃত ব্যাগ নিয়ে ৩ যুবকের ভোঁ-দৌড়

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের উজলপুর গ্রামে কবরস্থানে বোমার ব্যাগ দেখতে উৎসুক গ্রামবাসী ভিড় জমাতে থাকে। জনসম্মুখ থেকে বোমার ব্যাগ ছো মেরে নিয়ে গ্রামের ৩ যুবক ভোঁ-দৌড় দেয়। বোমার ব্যাগ উদ্ধারসহ ৩ যুবককে গ্রেফতার করতে পুলিশের সাড়াসি অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ফয়মদ্দিনের পাকা কবরস্থানে একটি সিমেন্টের ব্যাগ পড়ে থাকতে দেখেন গ্রামের জনৈক ব্যক্তি। তিনি ব্যাগের মধ্যে কী আছে তা দেখতে গ্রামবাসীকে সাথে নিয়ে ব্যাগের কাছে যান। দূর থেকে দেখতে পান ব্যাগের মধ্যে লাল কচটেপ দিয়ে মোড়ানো আছে বড় ২টি বোমা। এ সময় গ্রামবাসী খবর দেয় বেগমপুর ক্যাম্প পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছুনোর সামান্য কিছু আগে গ্রামের ৩ যুবক জনসম্মুখ থেকে ছো মেরে বোমার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড় দেয়। পুলিশ ও গ্রামবাসী পিছু নেয় ওই তিন যুবকের। বোমার ব্যাগ হওয়ায় খুব একটা ঝুঁকি নিতে পারেনি ধাওয়াকারীরা। এ বিষয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মহাব্বত আলী বলেন, গ্রামের জিবরার ছেলে সাইফুল ইসলাম, নাসিরের ছেলে শাহিন ও মাইনদ্দিনের ছেলে আলমগীর হোসেন বোমার ব্যাগ নিয়ে পালিয়েছে। তাদেরকে গ্রেফতার করে বোমা দুটি উদ্ধারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে বোমার ব্যাগ জেনেও ওই ৩ যুবক কেন ওই ব্যাগ নিয়ে প্রকাশ্যে পালালো বা এর নেপথ্যেই বা কী আছে বিষয়টি কারো কাছেই পরিষ্কার নয়।