ঘোলদাড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের ঘোলদাড়ি বাজর জিবি ক্লাবের আয়োজিত ফুটবলের ফাইনালে আমিরপুর একাদশকে হারিয়ে উত্তম কোচিং সেন্টার ৩-০ গোলে চ্যম্পিয়ন হয়েছে।
গতাকাল মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারের ইউনিয়নমাঠে অনুষ্ঠিত জিবি ফুটবল টুর্নামেন্টের আমিরপুর একাদশকে ৩-০ গোলে হারিয়ে উত্তম কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হাতে চ্যম্পিয়ন ট্রফি হিসেবে একটি ছাগল তুলে দেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, এ নাসির জোয়ার্দ্দার ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদুর জামান লিটু। খেলাটি পরিচালনা করেন মুনসুর মাস্টার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসির, হেলাল, সবুজ প্রমুখ।