মাথাভাঙ্গা মনিটর: জন মেয়ারের নতুন সিঙ্গেল ‘হু ইউ লাভ’র প্রচ্ছদে প্রথমবারের মতো একসাথে দেখা যাবে মেয়ার এবং তার প্রেমিকা পেরিকে। কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী মেয়ারের ছয় নম্বর স্টুডিও অ্যালবাম ‘প্যারাডাইস ভ্যালি’র এ গান আলাদাভাবে সিঙ্গেল আকারে প্রকাশিত হবে। আর এর কভারের জন্য একসাথে ছবি তুলেছেন জন মেয়ার এবং কেটি পেরি। শাদাকালো এ প্রচ্ছদ ছবি তুলেছেন আলোকচিত্রী মারিও সরেন্টি। রোমান্টিক ধাঁচের দুটি পোর্ট্রেট ছবিতে একসাথে দেখা যাবে এ সঙ্গীতশিল্পী জুটিকে।
মেয়ারের সাথে এ অ্যালবামের জন্য গানও গেয়েছেন পেরি। চলতি বছরের আগস্ট মাসে মেয়ার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি আশা করছেন শ্রোতারা পেরির সাথে তার সম্পর্ককে এক পাশে সরিয়ে শুধুমাত্র গানটি উপভোগ করবেন। ২০১২ সালের আগস্ট মাস থেকে প্রেম করছেন মেয়ার এবং পেরি। একসাথে পরিবার গঠনের কথাও ভাবছেন তারা।