স্টাফ রিপোর্টার: মীর্জা সুলতান রাজার ভাতিজা মীর্জা সায়েম মাহমুদ রনি ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।
মীর্জা সায়েম মাহমুদ রনি চুয়াডাঙ্গা শেখপাড়ার বাসিন্দা সাইদ মাহমুদ নবাবের একমাত্র ছেলে। মৃত্যুকালে রনি সাড়ে ৩ বছরের ছেলে, স্ত্রী ও মাতা-পিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে চাচা মীর্জা সুলতান রাজা ও দাদা-দাদির কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গত ….. প্রবীণ রাজনীতিক মীর্জা সুলতান রাজা ইন্তেকাল করেন। সেই শোক মুছতে না মুছতেই একই পরিবারের আরো এক সদস্যের মৃত্যু শোকাহত করেছে প্রতিবেশীদেরও।