হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিটুর মা আমেনা খাতুন আর নেই

 

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামের মিষ্টভাষী সদালাপী সবার প্রিয় মোছা. আমেনা খাতুন আর নেই। গত রোববার দুপুরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বোয়ালমারী গ্রামের মালিথাপাড়ার মরহুম আনসার আলী মালিথার স্ত্রী। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত পরশু রোববার আমেনা খাতুনের ছোট ছেলে ডা. লিটুর মালিকাধীন ঢাকা উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে দুপুর ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন। গত পরশু রাত সাড়ে ১০টার দিকে মরহুমার লাশ ঢাকা থেকে তার নিজ বাড়ি বোয়ালমারী গ্রামে নিয়ে আসা হয়। রাত সাড়ে ১১টার দিকে বোয়ালমারী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। গতকাল সোমবার বাদ আছর বোয়ালমারী নিজ বাসভবনে মরহুমার রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।