মাথাভাঙ্গা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে ৭ জন ও মেহেরপুর-২ আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। গতকাল সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তারা।
মেহেরপুর অফিস জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), জাসদ ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম ও কাওছার আলী, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম কাজল এবং জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী আব্দুল হামিদ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিভিন্ন সময়ে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী আব্দুল হালিম ও জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী কেতাব আলী। সকালে প্রথমে মনোনয়নপত্র জমা দিতে আসেন সাবেক এমপি মকবুল হোসেন। সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলীসহ নেতৃবৃন্দ। প্রায় একই সময়ে মনোনয়নপত্র দাখিল করেন এমএ খালেক। সাথে ছিলেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মটমুড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, কাজিপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ স্বপন ও ইউপি সদস্য জাফর আলীসহ নেতৃবৃন্দ। পরে সাহিদুজ্জামান খোকন, মকলেছুর রহমান মুকুল ও আব্দুল হালিম নেতৃবৃন্দ সাথে মনোনয়নপত্র দাখিল করেন। বিকেল ৪টার দিকে ওয়াসিম সাজ্জাদ লিখন মনোনয়নপত্র দাখিল করেন। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীবসহ নেতৃবৃন্দ। সবশেষে বিকেল ৫টার কিছু সময় আগে মনোনয়নপত্র দাখিল করেন কেতাব আলী।