মেহেরপুর সিংহাটি গ্রামে পুকুর থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের একটি পুকুরে অজ্ঞাত এক শিশুর লাশ ভেসে ওঠে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা শিশুর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ তুলে মেহেরপুর সদর থানায় নেয়।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামের একটি পুকুরে প্রায় ৫ বছর বয়সী অজ্ঞাত এক ছেলেশিশুর লাশ ভেসে ওঠে। স্থানীয়রা শিশুটির পরিচয় জানতে না পেরে বারাদী ক্যাম্প পুলিশে খবর দেয়। পুলিশ লাশ তুলে মেহেরপুর জেনারেল হাসপাতালমর্গে পাঠিয়েছে। শিশুটির শরীরে শীতের পোশাক পরা ছিলো এবং তার গলায় একাধিক তাবিজ ছিলো। বারাদী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বিশ্বনাথ জানান, অজ্ঞাত পরিচয়ের শিশুটির মৃত্যু রহস্য জানা যাচ্ছে না। কেউ হত্যা করে লাশ পুকুরে ফেলে গেছে কি-না তা খতিয়ে দেখবে পুলিশ।