মেহেরপুর বন্দর মিডিয়া কাপ ফুটবলে বন্দর যুব সংঘ ফাইনালে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বন্দর যুব সংঘের উদ্যোগে বন্দর গালারমাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবলে স্বাগতিক বন্দর যুব সংঘ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বন্দর যুব সংঘ ৫-০ গোলে সদর উপজেলার টুঙ্গী একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শামীম ও সোহাগ ২টি এবং সাজু ১টি গোল করে। খেলা পরিচালনা করেন আবু আক্তার এবং সহযোগিতা করেন নুহু ও রুবেল। আগামী শুক্রবার একই মাঠে ফাইনালে বন্দর যুব সংঘ ও গাংনী উপজেলার গাড়াডোব বন্ধু চুলা একাদশ মুখোমুখি হবে।