মেহেরপুর এফসিবি ক্লাব মিনি ফুটবলে হরিরামপুর ও রাইপুর জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে  অনুষ্ঠিত এফসিবি ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর একাদশ ও রাইপুর একাদশের নিজনিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত খেলায় সদর উপজেলার হরিরামপুর একাদশ ১-০ গোলে মুজিবনগর উপজেলার যতারপুর একাদশকে পরাজিত করে। একইমাঠে দিনের অপর খেলায় সদর উপজেলার রাইপুর একাদশ ৫-১ গোলে মেহেরপুর ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী হরিরামপুর একাদশের ইটলী একমাত্র গোলটি এবং রাইপুর একাদশের শামিম ও জামিল ২টি করে এবং কিরা ১টি গোল করে।