ভ্রাম্যমাণ প্রতিনিধি: বিমান বাহিনীর সাবেক সার্জেন্ট অফিসার আলাউদ্দিন আহমেদ শিলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। গত রোববার রাত ৮টার দিকে আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের নওদাপাড়ার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। সার্জেন্ট আলাউদ্দিন বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিকসূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার সর্বস্তরের সুধী ও সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ তাকে একনজর দেখার জন্য তার বাড়িতে ছুটে যান। জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।