জীবননগর ব্যুরো: উথলীর পরিচিত মুখ ফুটবলমাঠের তুখোড় রেফারি সরকারি চাকরিজীবী আমিনুল হক বকুল (৪৮) আর নেই। গতকাল সোমবার বিকেলে উথলী ফুটবলমাঠে ফুটবল খেলার রেফারির দায়িত্ব পালনকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান (ইন্নালিল্লাহি…..রাজেউন)। আজ মঙ্গলবার সকাল ১০টায় তার দাফন সম্পন্ন হবে।
উথলী মাঝেরপাড়ার মৃত ইনু মণ্ডলের ছেলে আমিনুল হক বকুল জীবননগর হাসপাতালে স্বাস্থ্য সহকারী। নিয়োগস্থল উথলী ইউনিয়ন। তিনি দীর্ঘদিন ধরে উথলী এলাকায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে সফলভাবে রেফারির দায়িত্ব পালন করে আসছিলেন। ক্রীড়ামোদী বকুল গতকালও উথলী ফুটবলমাঠে খেলায় রেফারির দায়িত্ব পালন করছিলেন। খেলার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সাথে সাথে বকুলকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্ত্রী, দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। আজ মঙ্গলবার সকাল ১০টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়মাঠে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।