মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গায় মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের বাড়ি সংলগ্ন মাঠে রহমানিয়া রোমেলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের গত রোববার রাতে উদ্বোধন করা হয়। ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গার জিমেল-নিশান জুটি ২-০ সেটে আলমডাঙ্গার রনজু-শাওন জুটিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গার সুরুজ-আরাফাত জুটি ২-০ সেটে চুয়াডাঙ্গার মিন্টু-রাসেল জুটিকে পরাজিত করে। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো পরিচালনা করেন আতিকুর রহমান দিপু ও মিন্টু। সার্বিক পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মাজু ও মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার।