স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদী উপজেলার এক আখখেত থেকে গতকাল সোমবার সকালে পূবালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার দাশুড়িয়ায় অবস্থিত পাবনা চিনিকলের কাছে মহাসড়কের পাশ থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুজন হলেন পাবনার সুজানগর উপজেলার বাদাই গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) ও সদর উপজেলার টেবুনিয়ার রানী গ্রামের আমির হোসেন (২৭)। আজাদ পূবালী ব্যাংক লিমিটেডের পাবনা মালিগাছা শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) এবং আমির সেখানকার অফিস সহকারী ছিলেন। পুলিশ ও ব্যাংকসূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে অফিসের কাজ শেষ করে ব্যাংক থেকে বের হন আজাদ ও আমির। এরপর তারা রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয়রা পাবনা চিনিকলসংলগ্ন আখখেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে ঈশ্বরদী থানায় খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পূবালী ব্যাংক মালিগাছা শাখার জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, অফিস ছুটির পর আবুল কালাম আজাদ মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। আমিরও তার সাথে ছিলেন। ছিনতাইকারীরা মোটরসাইকেল ছিনতাই করে তাদের হত্যা করে ফেলে রেখেছে বলে তিনি ধারণা করছেন।