মাথাভাঙ্গা মনিটর: যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রতিদিন লাশের সংখ্যা বাড়ছে। প্রতিটি রাজপথ, অলি-গলি, বাজার, বাস-স্টপেজ, রেস্টুরেন্ট, বাড়িঘর, স্কুল রক্তে রঞ্জিত হচ্ছে। সহিংসতাবিহীন ও শঙ্কামুক্ত দিনের অপেক্ষায় প্রহর গুণছেন ইরাকের দুর্ভাগা অধিবাসীরা। রোববারও ইরাকজুড়ে পরিচালিত বেশ কয়েকটি সহিংস হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। এর মধ্যে একটি জানাজায় আত্মঘাতী বোমা হামলার ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। গতকাল সোমবার ওয়াজিহিয়াহ গ্রামে এক আত্মঘাতী হামলাকারী একটি জানাজায় নিজের শরীরে বাঁধা বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে কবরস্থানে জানাজায় অংশ নেয়া ১২ জন জন নিহত হন। অপর ৪৫ জন আহত হয়েছেন। একইভাবে ইরাকের বিভিন্ন স্থানে গতকালও হামলা অব্যাহত ছিলো। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ও বোমা হামলায় প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন নৃশংস এ হামলাগুলোর দায় স্বীকার করেনি। তবে, হামলার ধরন দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদাই হামলাগুলো চালিয়েছে।