স্টাফ রিপোর্টার: ভয়ে ও আতঙেকে নির্বাচনী এলাকায় গিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি জাতীয় পার্টির ৩৮ জন প্রার্থী। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রেসিডিয়ামের সদস্যরা ঢাকায় থেকেই প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। তবে, ঢাকা ১৭, লালমনিরহাট-১ ও রংপুর -৩ আসনে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। পাশাপাশি গাইবান্ধা-৫ আসনে প্রতিনিধির মাধমে মনোনয়নপত্র জমা দেন তার সহধর্মীনি বেগম রওশন এরশাদ। এছাড়া নিরাপত্তাজনিত কারণে রংপুর-৫ আসনে ফকরুজ্জামান জাহাঙ্গীর, মানিকগঞ্জ-২ আসনে এসএম আব্দুল মান্নান ও চাঁদপুর -৩ আসনে ডা. শহিদুল ইসলামসহ দেশের বিভিন্নস্থানে দল মনোনীত অন্ততপক্ষে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি।