মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপিতে ছিনতাইকারীদের তাণ্ডব


ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে টাকা ও নাগাটি ছিনতাই

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে সন্ধ্যারাতে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। তাদের অস্ত্রাঘাতে একজন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত এসএম পরিবহনের ম্যানেজারকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসাধীন রাখা হয়েছে।

জানা গেছে, মেহেরপুর আমঝুপির এসএম পরিহনের মালিক মোজাফফর হোসেনের স্ত্রী খুকি বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর শহর থেকে আমঝুপি ফিরছিলেন এসএম পরিবহনের ম্যানেজার ডাবলু। চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে আমঝুপি অয়ন ফিলিং স্টেশনের অদূরবর্তী শ্রীঘাট ব্রিজের নিকট পৌঁছুলে আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারী দলের ৭/৮ জন অস্ত্রধারী তাদের গতিরোধ করে। ডাবলুকে কুপিয়ে জখম করে তাদের নিকট থাকা নগদ টাকা, সোনার গয়না ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে আহত ডাবলুকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে।