মাথাভাঙ্গা মনিটর: প্রায় ৩০ হাজার বিক্ষোভকারীর গণঅভ্যুত্থানের মুখে সরকারি ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। গুজব ছড়িয়ে পড়েছে যে তিনি পালিয়ে নিজেকে রক্ষা করে অবশেষে দেশ ছেড়েছেন। কিন্তু সরকার এ খবর অস্বীকার করেছে। তবে ইংলাক এখন কোথায় আছেন তা জানা যায়নি। সরকারবিরোধী আন্দোলনের প্রধান ও সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থাউগসুবান আজ সোমবার থেকে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। বিরোধীরা সরকারি ভবনগুলোর দখল নিতে উদ্যত হলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীরা ইতোমধ্যে আজকের (গতকালের) দিনটিকে ‘ভিক্টরি ডে’ বা বিজয়ের দিন হিসেবে ঘোষণা দিয়েছে। আর ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে নামানোর এ আন্দোলনের নাম দিয়েছে গণঅভ্যুত্থান। সরকারিভবন, টিভি স্টেশন ও পুলিশ সদরদপ্তরসহ ৮টি স্থানে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। ইংলাক দেশ ছেড়ে পালিয়ে গেছেন এমন গুজব প্রত্যাখ্যান করেছেন কর্তৃপক্ষ। তবে তার অবস্থান এখনও অজানা।