খবর: (আলমডাঙ্গার মুন্সিগঞ্জে গাছচোর সিন্ডিকেট সক্রিয়)
আগা খেলে গোড়া খেলে
খেলে গাছের গুঁড়ি,
খেয়ে খেয়ে দিনে দিনে
বাড়ছে শুধু ভুড়ি।
বাকল খেলে শেকড় খেলে
খেলে গাছেল ছাল,
ডালপালা সব কেয়ে খেয়ে
বদলে নিলে কাল।
ফুল খেয়েছে ফল খেয়েছো
খেলে গাছের পাতা,
গাছগাছালির পিণ্ডি মেরে
করলে মোটা মাথা!
-আহাদ আলী মোল্লা