জীবননগর ব্যুরো: গতকাল রোববার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবাবাজারে জামায়াত-শিবিরের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। আহত আওয়ামী লীগ নেতা ইকরামুল হোসেন (৫৫) ওরফে দনুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালসূত্রে জানা যায়, ভৈরবা গ্রামের মৃত মস্তবারী মণ্ডলের ছেলে ইকরামুল হোসেন ওরফে দনু ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা। গতকাল সকালে তিনি গ্রামের একটি চায়ের দোকানে যান চা খেতে। এ সময় জামায়াত-শিবিরের ক্যাডারবাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় তারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকরামুল হোসেন দনুকে হেঁসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।