চুয়াডাঙ্গা বিএনপির অর্থ সম্পাদকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ

 

চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার আহ্বান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গতকাল তার কোটপাড়াস্থ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশের সহসভাপতি সাবেক দপ্তর সম্পাদক আইনুর হোসেন পচা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি কেন্দ্রীয় নেতা আবু বক্কর সিদ্দিক বকুল, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, জেলা কৃষকদল নেতা হামিদুল হক নেতাজী, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, আলমডাঙ্গা মৎস্যজীবী দলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, তৃণমূল দলের আহ্বায়ক শাহীম অল মামুন প্রিন্স প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম। তিনি আওয়ামী লীগের চক্রান্তমূলক একতরফা নির্বাচন প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলতে হবে। সম্মিলিতভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলন ছাড়া এ স্বৈরাচার সরকারের কবল থেকে দেশ রক্ষা করা যাবে না।