চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির মতবিনিময়সভায় সিদ্ধান্ত

 

অ্যাড. সোহরাব মনোনয়নপত্র দাখিল করছেন আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত জেলা জাপা সভাপতি অ্যাড. সোহরাব হোসেন আজ সোমবার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন। এ উপলক্ষে গতকাল রোববার প্রস্তুতিসভার আয়োজন করা হয়।

সাংগঠনিক সম্পাদক মহাবুল ইসলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি মতবিনিময়সভার আয়োজন করে। চুয়াডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার উদ্দীন দুলু জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাড. সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি সাহাবুদ্দিন বিশ্বাস খোকন, আব্দুল লতিফ এলকেন, জাতীয় সৈনিক পার্টির সভাপতি সহিদুল ইসলাম সহিদ, আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেণ্টু, জাতীয় কৃষকপার্টির সভাপতি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুক, জাতীয় পার্টি নেতা গোলাম মোস্তফা আলো জোয়ার্দ্দার, মো. শাহাজাহান, সেলিম উদ্দীন, লুৎফর রহমান, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা পৌর আহ্বায়ক আতিয়ার রহমান, আলমডাঙ্গা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রশিদ, দামুড়হুদা উপজেলা সভাপতি শহিদুল আলম, জেলা ছাত্র সমাজের সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক রহমান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি গোলজার হোসেন পিণ্টু, সাধারণ সম্পাদক মাহবুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্মসাংগঠনিক সম্পাদক জয়নাল, দর্শনা পৌর সভাপতি নূর জামাল, আজম আলী, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মহিবুল, আনছার প্রমুখ। মতবিনময়সভায় আজ সোমবার চুয়াডাঙ্গা-১ আসনের জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টি সভাপতি সোহরাব হোসেন মনোনয়নপত্র দাখিল করবেন মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। সাথে থাকবেন দলীয় নেতাকর্মীরা।