স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. শামসুজ্জোহার মা ছানোয়ারা খাতুন আর নেই। গতকাল রোববার ভোর সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি মরহুম আব্দুল কুদ্দুস বিশ্বাসের স্ত্রী। তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নিজ এলাকা আলমডাঙ্গার কয়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল বাদ জোহর প্রথম জানাজা ও বাদ আছর চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা হয়। পরে জান্নাতুল মাওলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, সেক্রেটারি ফজলুর রহমান, বারের সভাপতি মুন্সি মো. শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ।