গাংনী প্রতিনিধি: র্যাবের মাদকবিরোধী অভিযানে ১৮৫ গ্রাম গাঁজাসহ মীর কাওছার আলী (২৮) ও জহিরুল ইসলাম (২২) নামের দুজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামে কাওছারের বাড়িতে এ অভিযান চালান গাংনীস্থ র্যাব ক্যাম্পের সদস্যরা। আটক দুজনই মাদকক্রেতা-বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের জানিয়েছেন, বাহগুন্দা গ্রামের উমর ফারুকের ছেলে কাওছার আলী একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত ইউনুছ আলী রোববার সন্ধ্যায় তার বাড়িতে গাঁজা কিনতে যায়। এ সময় অভিযান চালিয়ে তাদের দুজনকে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাতেই তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।