ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ দীর্ঘ সাত বছরপর অবশেষে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ইউনুস আলী মিন্টু (১৮৭) ভোট পেয়ে পূননির্বাচিত হয়েছেন। গত শনিবার ভোট গ্রহণ শেষে গভীর রাতে প্রকাশিত ফলাফলে তার নিকটতম প্রার্থী সাবেক সভাপতি মোক্তার হোসেন ভান্টু (১০০), আব্দুল হান্নান (৮৩) ও আতাউর রহমান বাবু ফকির পেয়েছেন (৪৩) ভোট। সাধারণ গ্রপে ৮জন নির্বাহী সদস্যের বিপরীতে নির্বাচন করেছেন ১২ জন। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন আনোয়ার হোসেন জনি (৩৪৫ ভোট), কেএম আবুল বাশার (২৭১), আমজাদ হোসেন বাবলু (২৬৪) খন্দকার শহিদুল ইসলাম পাখী (২৪৭), জাহাঙ্গীর হোসেন মুকুল (২৩৩), আজিজুর রহমান (২৬৩), সিরাজুল ইসলাম কোহিনুর (১৯১) এবং মো. জুয়েল হোসেন (১৮৯)। অপরদিকে সহযোগী গ্রূপে সহসভাপতি পদে শফিকুল ইসলাম বাচ্চুসহ পাঁচ জন সদস্য নির্বাচিত হয়েছেন।