আলমডাঙ্গার আঁঠারখাদায় চাঁদার টাকা না পেয়ে বোমা হামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আঁঠারখাদা গ্রামের সংখ্যালঘু দাস সম্প্রদায়ের ঘরের চালে বোমা  নিক্ষেপ করেছে চাঁদাবাজচক্র। চাঁদাবাজদের দাবিকৃত টাকা না পেয়ে গত শনিবার মধ্যরাতে এ বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আঁঠারখাদা গ্রামে প্রায় দেড়মাস আগে মৃত ফটিক দাসের ছেলে রঞ্জন দাসের মোবাইলফোনে অজ্ঞাত ব্যক্তি নিজেকে জনযুদ্ধের আঞ্চলিক নেতা জয় পরিচয় দিয়ে চাদাঁ দাবি করে। পরবর্তীতে মাঝে-মধ্যেই ফোন দিয়ে দাবিকৃত টাকা দাবি করে আসছিলো। দাবির টাকা না পেয়ে হত্যার হুমকি দিচ্ছিলো টাকা। এরই এক পর্যায়ে গত শনিবার রাত ১২টার দিকে চাদাঁবাজচক্র রঞ্জন দাসের ঘরের টিনের চালের ওপর বোমা ছুঁড়ে মারে। সংবাদ পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।