মেহেরপুর অফিস: ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর) আসনে সাবেক এমপি ছহিউদ্দিনের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা সিটি কলেজের সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মেহেরপুরে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জানা গেছে, আ.লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল ঢাকা থেকে গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে পৌঁছুলে তার সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে মেহেরপুর নেন। পরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে তাকে সংবর্ধনা দেয়া হয়। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দারিয়াপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিম আরা হীরা, আরিফুল এনাম বকুল, অ্যাড. আব্দুল মতিন, আবুল কাশেম, আসকার আলী প্রমুখ।