দামুড়হুদায় শত্রুতাবশত দেড় বিঘা জমির তামাকের চারা বিনষ্ট

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার দলকা লক্ষ্মীপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে দেড় বিঘা জমির তামাকের চারা বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চাষি শহর আলী দামুড়হুদা থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষ্মীপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে শহর আলী ৪২ দিন আগে গ্রামের পার্শ্ববর্তী গয়েশপুর মাঠে দেড় বিঘা জমিতে তামাকের চারা রোপণ করেন। গত শুক্রবার রাতে তারই চাচাতো ভাই মৃত মোতালেবের ছেলে মাসুদ পূর্বশত্রুতার জের ধরে ওই তামাকের চারা উপড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মাসুদকে অভিযুক্ত করে গতকাল শনিবার দামুড়হুদা মড়েল থানায় অভিযোগ দায়ের করেছেন।