দর্শনা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গার কুতুবপুরে চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে.কর্নেল মনিরুজ্জামান। গত শুক্রবার বেলা ১২টার দিকে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে আকস্মিক পরিদর্শনে আসেন কুতুবপুরে। লে. কর্নেল মনিরুজ্জামান বেশ কয়েকটি চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা ঘুরে দেখেন। সেইসাথে স্থানীয় জনপ্রতিনিধি, কারখানার মালিক, পুরুষ ও নারীশ্রমিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। চুল প্রক্রিয়াজাতকরণ ব্যবসার সার্বিক বিষয় তুলে ধরেন কার্পাসডাঙ্গা হেয়ার প্রসেসিং সমিতির সভাপতি শহিদ বিশ্বাস। চুল প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন শেষে লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, তৃণমূল অঞ্চলে ফেলে দেয়া চুল থেকে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তা সত্যিই প্রশংসাযোগ্য। এ শিল্প এলাকার বেকার যুবকদের মাঝে আশার আলো জাগিয়েছে। তাদেরকে করেছে স্বাবলম্বী। চোরাচালান ও মাদককারবার থেকে যুবসমাজকে রক্ষা করেছে। এ শিল্পকে সরকার পৃষ্ঠপোষকতা করলে একদিন তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এ শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরো বলেন, ‘চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড এ শিল্পকে প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনছার আলী, ইউপি সদস্য লিয়াকত আলী ও মুন্সিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান।