খবর: (আওয়ামী লীগের ৩শ আসনে প্রার্থী তালিকা প্রকাশ)
উঠলো ভোটের ঝড়ো হাওয়া
চলছে ধাওয়া পাল্টা ধাওয়া
শুরু হলো কারো কারো
পাম মারা আর বেটে খাওয়া।
এ কী ভোটের হাওয়া উঠলো
নতুন নতুন চামচা জুটলো
পয়সাকড়ি মাল বসিয়ে
রাতারাতি তারা ফুটলো।
হাওয়া বুঝি উঠলো ভোটের
পিণ্ডি মারা যাচ্ছে নোটের
সকাল বিকেল একেক কথা
শুনছি একেক জোটের।
Ñআহাদ আলী মোল্লা