দর্শনা অফিস: দর্শনা পৌরসভার সাবেক মেয়র দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে নিয়ে বেশ কয়েকদিন ধরে চাপা গুঞ্জন শোনা গেলেও অবশেষে ঘোলশা হলো। আসন্ন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মতিয়ার রহমান নিজেকে সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় তিনি প্রার্থীতা ঘোষণা করলেন। দর্শনা রেলবাজারের চেয়ারম্যান মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভার সভাপতিত্ব করেন আ.লীগ নেতা এরশাদ আলী মাস্টার। আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা ইদ্রিস আলী, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, আকবর আলী, আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কাজল আহম্মেদ, সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, একে আজাদ কিরণ, জয়নাল আবেদীন নফর, খালিদ হাসান মিঠু, মিজানুর রহমান সরকার প্রমুখ। গতকাল থেকেই মতিয়ার রহমান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বলে জানা গেছে।