ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল শনিবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা নির্বাচন অফিস থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষে চুয়াডাঙ্গা- ১ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমডাঙ্গার কৃতীসন্তান এম সবেদ আলী। আলমডাঙ্গা নির্বাচন অফিস থেকে মনোনয়নফরম ক্রয় করার সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কুদ্দুস, উপজেলা জাসদ সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাসদের আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাস্টার, বাড়াদী ইউপি জাসদ সভাপতি রবিউল ইসলাম, কুমারী ইউপি জাসদ আহ্বায়ক মনিরুজ্জামান বাবু, ৮ নং ওয়ার্ড জাসদ সহসভাপতি আব্দুল হোসেন, সাধারণ সম্পাদক আহাদ আলী, নারী নেতৃ সাবিনা ইয়াসমিন, নাসিমা খাতুন, জহুরা খাতুন, জাসদ নেতা জিল্লুর রহমান, আমির হামজা, মিরাজুল ইসলাম, বেলগাছি ইউপি জাসদ আহ্বায়ক আব্দুস সালাম, ডাউকী ইউপি জাসদ আহ্বায়ক আরশাদুল আলম প্রমুখ। এ সময় নির্বাচন কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।