দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের নিউটাউন ৭/এ ব্লক নিবাসী কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের পিতা রহমত আলীর (৬৫) মৃত্যুতে গতকাল শনিবার বাদ আছর মরহুমের নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে দিনাজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, মরহুমের আত্মীয়স্বজন, পরিবারবর্গ ও শুভাকাঙ্ক্ষিবৃন্দ এতে অংশ নেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রহমত আলী মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুম রহমত আলী পঞ্চগড়-ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন থানার খাদ্যগুদামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে সুনামের সাথে চাকরি করে ২০০৬ সালের জানুয়ারি মাসে অবসরগ্রহণ করেন।