স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকার রাস্তার গাছচোর সিন্ডিকেট আবারো সক্রিয় হয়ে উঠেছে। দিন-দুপুরে রেলসড়কের গাছ চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র। শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রেল সড়কের গাছচোরচক্র আবারো দিন-দুপুরে চুরি করে নিয়ে যাচ্ছে। রেল সড়কের বৃক্ষরোপণ সমিতির সদস্য নামধারী কয়েকজন এ চোরচক্রের সাথে জড়িত। এলাকাবাসী অভিযোগ করে জানায়, গতকাল শনিবার দুপুরে গরচাপড়া গ্রামের আত্তাবের ছেলে বারিক ও গড়গড়ি গ্রামের ফয়েজের ছেলে সুমনসহ কয়েকজন মুন্সিগঞ্জ রেলস্টেশনের অদূরের বেতবাড়িয়া রেলগেটের পাশে থেকে ৮/১০টি বড় গাছ কাটে। শ্যালোইঞ্জিনচালিত ভটভটি নিয়ে প্রকাশ্য দিবালোকে এলাকার বিভিন্ন ভাটায় ও কাঠের দোকানে বিক্রি করে। এরা প্রায় রেল সড়কের গাছ কেটে বিক্রি করে বলে এলাকায় ব্যাপক অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে রেল সমিতির কিছু নামধারী অসাধু সদস্য এ গাছ চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে রেলকোম্পানি ও সমিতির অন্য সদস্যরা তাদের প্রাপ্তমুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা জানান, তাদের গাছ কাটার অনুমতি আছে। এলাকাবাসী তদন্তপূর্বক এ সব চোর সিন্ডিকেটের সদস্যদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।