স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার তালুককররা গ্রামে মুরগি চুরির অভিযোগে পাঁচ কিশোরের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা প্রভাবশালী মাতবর আকতার আলী বিশ্বাস ও তার ভাই আব্দুস সাত্তারের পকেটে থাকায় ফুঁসে উঠেছে গ্রামবাসী। তারা দাবি তুলেছে যার যার টাকা তাদের ফেরত দেয়ার। তাদের যুক্তি একটা মুরগি চুরি করে নাবালোকদের ১০ হাজার টাকা জরিমানা করা যায় না।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের শফিউদ্দিনের ছেলে বেল্টুর একটি মুরগি চুরি হয় গত শুক্রবার রাত ৮টার দিকে। কিছুক্ষণ পর কয়েকজন কিশোরের কাছ থেকে মুরগিটি উদ্ধার করা হয়। চুরির অভিযোগ ওঠে গ্রামের পাঁচ কিশোরের বিরুদ্ধে। ওই রাতেই গ্রামেন শাহাবুলের মুদিদোকানের পাশে সালিস বসে। সালিসে প্রভাবশালীরা পাঁচ কিশোরকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা রাতেই পকেটে নেন মৃত মোবারক মণ্ডলের দু ছেলে প্রভাবশালী মাতবর আকতার আলী ও আব্দুস সাত্তার। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, কয়েকদিন আগে সালিসকারীদের তিন ছেলে রাস্তার মাইলফলক তুলে বিক্রি করে দিয়েছে। সে ব্যাপারে কোনো সালিস-বিচার করার সাহস পায়নি কেউ।